ABOUT US

আমাদের দেশে বর্তমানে অনেক ই-কমার্স সাইট রয়েছে। যার যার অবস্থান থেকে সবাই সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করছে। আমরা প্রায় দুই বছর যাবত আলী এক্সপ্রেস এর পন্যের প্রি-অর্ডার কালেকশান ও ডেলিভেরীর কাজ করছি। বর্তমানে আমাদের প্রায় তিন শতাধিক নিয়মিত কাষ্টমার রয়েছে। উক্ত পেজের মাধ্যমে আমাদের বিজনেস খুব ভালো চলছে। আলী এক্সপ্রেস সাথে কাজ করতে গিয়ে চায়নার অনেক সাপ্লাইয়ার এর সাথে আমাদের ভালো বিজনেস রিলেশান গড়ে উঠেছে। আর তাদের উৎসাহে ও সহযোগীতায় আমাদের এই ছোট্ট চেষ্টা। আমরা হয়ত দেশের দারাজ কিংবা আজকের ডিল এর মত বড় কলেবরে ব্যাবসা করতে পারবো না কিন্তু আমাদের সততা ও মেধা দিয়ে আমরা চেষ্টা করবো আমাদের কাষ্টমারদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। আমরা লোকাল মার্কেট থেকে কোন পন্য ক্রয় করিনা এবং কেনার কোন ইচ্ছা আমাদের নেই। ফলে আমাদের প্রতিটা পন্য আমাদের নিজেদের হাতে চেক হয়ে কাষ্টমার এর হাতে যাবে যা নিশ্চিত করবে পন্যের গুনগত মান।  আমরা শুধুমাত্র চায়নার টপ সেলারদের পন্য আমাদের সাইটে বিক্রি করে থাকি। আমাদের সর্বাত্নক চেষ্টা থাকবে যে, গুনগত মান সম্মত পন্য ও সবচেয়ে প্রতিযোগীতামূলক মুল্যে পন্য দেয়া।